শেখ সফি: মেহেরপুর-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল বলেছেন, মুজিবনগরে শপথের পথ ধরেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। সেই মুজিবনগর তথা মেহেরপুরকে উন্নয়নের একটি মডেল হিসেবে তৈরি করা হবে। গতকাল রোববার বিকেলে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন। তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, আমদাহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আলহাজ আব্দুর রশিদ, আয়ুব হোসেন, আমাম হোসেন মিলু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ। এর আগে মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ফরহাদ হোসেন দোদুলকে ফুলের তোড়া এবং বিশেষভাবে তৈরি করা নৌকা দিয়ে বরণ করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু এমপির মুখে মিষ্টি তুলে দেন। অনুষ্ঠানে মহাজনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিএনপি সমর্থক শতাধিক মানুষ দোদুলের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।