স্টাফ রিপোর্টার: আবারও একটি মিক্সড অ্যালবামে একসাথে গাইলেন সেরাকণ্ঠ শিল্পী পূজা ও সঙ্গীতশিল্পী কাজী শুভ। তরুণ সঙ্গীত পরিচালক রাকিব মুসাব্বিরের সুর ও সঙ্গীতে সিডি চয়েসের নিজস্ব স্টুডিওতে সম্প্রতি গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা। তোমার এক চোখেতে রোদের আকাশ শিরোনামে গানটি লিখেছেন এ মিজান। গানটি সম্পর্কে কাজী শুভ বলেন, অনেক সুন্দর একটি গান হয়েছে। এর কথা ও সুর ভালো। আমার বিশ্বাস গানটি অবশ্যই শ্রোতাদের ভালো লাগবে। পূজা বলেন, অনেক ভালো একটি গান হয়েছে। শ্রোতারা আমার শুভ ভাইয়ের গাওয়া আরেকটি ভালো গান পাবে। আমি গানটি নিয়ে আশাবাদী। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে রোদেলা আকাশ অ্যালবামে গানটি থাকবে। এই অ্যালবামে গান রয়েছে মোট নয়টি। অ্যালবামের অন্য গানগুলো গেয়েছেন তৌসিফ, ফারাবি, ইলিয়াস, কেয়া, রাকিব মুসাব্বির, আনিসা বিনতে আবদুল্লাহ, এসএম রানা, শাহেদ, হেমা ও অয়ন চাকলাদার। অ্যালবামটি প্রকাশ করবে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস।