ক্রীড়া প্রতিবেদক: ৪৩তম শীতকালীন স্কুল-মাদরাসার বিভাগীয় ভলিবলে বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত ১৪ জানুয়ারি খুলনা জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত ভলিবলে কুষ্টিয়া একাদশকে হারিয়ে চুয়াডাঙ্গা দামুড়হুদার বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে। খুলনা বিভাগীয় ভলিবলে বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি আঞ্চলিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন বিদ্যালয় ক্রীড়া শিক্ষককের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. মুনছুর আলীসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীসহ সকলকে উষ্ণ অভিনন্দন জানান।