মাথাভাঙ্গা অনলাইন: রাশিয়া পরবর্তী কয়েক দিনের মধ্যে ভূমধ্যসাগরে একটি ডুবোজাহাজ বিধ্বংসী জাহাজ ও একটি মিসাইল ক্রুজার পাঠাবে।
ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা বৃহস্পতিবার বলেছে, সিরিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য সামরিক হামলার প্রেক্ষাপটে রাশিয়া এ পদক্ষেপ নিচ্ছে।
রাশিয়ার জেনারেল স্টাফ-এর এক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, ‘পূর্ব ভূমধ্যসাগরে যে পরিস্থিতির উদ্ভব হচ্ছে তার পরিপ্রেক্ষিতে নৌবাহিনীর বিন্যাসে কিছু সংশোধনী আনা প্রয়োজন দেখা দিয়েছে।
তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যমান নৌ-বাহিনীর সঙ্গে নর্দার্ন ফ্লিটের বহু সংখ্যক সাব-মেরিন বিধ্বংসী জাহাজ যোগ দেবে।
তিনি আরো বলেন, পরে এর সঙ্গে ব্ল্যাক সী ফ্লাইটের একটি রকেট ক্রুজার মস্কোভা যোগ দেবে।
এটি বর্তমানে উত্তর আটলান্টিক-এর কাজ গুঁটিয়ে নিচ্ছে। শিগগির এটি জিব্রাল্টার প্রণালীর দিকে যাত্রা করবে।
এছাড়া প্যাসিফিক ফ্লাইটের একটি রকেট এ বসন্তে ভূমধ্যসাগরে রুশ নৌবাহিনীর সঙ্গে যুক্ত হবে।
তবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নভোস্তি নৌ-কমান্ডের একজন উচ্চ পদস্থ প্রতিনিধির উদ্ধৃতি দিয়ে বলেছে, এ অঞ্চলে রাশিয়ার নৌশক্তির পুনর্বিন্যাস সিরিয়া নিয়ে চলমান উত্তেজনার সঙ্গে সংশ্লিষ্ট নয়। তিনি এটাকে পরিকল্পিত পুনর্বিন্যাস বলে উল্লেখ করেন।