মাথাভাঙ্গা অনলাইন: খুলনা, যশোর, সাতক্ষীরা এবং বেনাপোল থেকে ঢাকাগামী দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বন্ধ রয়েছে। বাংলাদেশ পরিবহণ মালিক-শ্রমিক সমিতি ধর্মঘট ডেকে এ রুটে তাদের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
কেন্দ্রীয় বাস মালিক সমিতির সহ-সভাপতি পবিত্র কাপুড়িয়া সাংবাদিকদের জানান, বুধবার সন্ধ্যায় ঢাকার গাবতলীতে ঈগল পরিবহণের একটা বাসের দুর্ঘটনায় মতিয়ার নামে এক যুবক মারা যান।
এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে গাবতলীর স্থানীয় কিছু যুবক কাউন্টার থেকে জোরপূর্বক ঈগল পরিবহণের পাঁচটি বাস নিয়ে যায় এবং কাউন্টারে হামলা চালিয়ে শ্রমিকদের মারধোর করে।
এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে পরিবহণ ধর্মঘট ডাক দেয়া হয়েছে।
বাংলাদেশ পরিবহণ সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম মিন্টু পরিবহণ ধর্মঘটের বিষয়টি নতুন বার্তাকে নিশ্চিত করেছেন