জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সামেনা খাতুনের বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়। গত শুক্রবার সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়াও গতকাল শনিবার একই গ্রামের আব্দুল ওহাবের বিচুলি গাদায় আগুন লেগে ভস্মীভূত হয়। জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসী সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার লক্ষ্মীপুর মিলপাড়ার সামেনা খাতুনের (৫০) বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে পুরো বসতবাড়িসহ মালামাল ও আসবাবপত্র ভস্মীভূত হয়। বসত বাড়িতে সামেনা খাতুন ও তার নাতি অন্তর (৭) বসবাস করতেন। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার পূর্বেই সামেনা খাতুনের টিনশেডের বসতঘর ভস্মীভূত হয়। এছাড়াও গতকাল শনিবার দুপুরে একই গ্রামের আব্দুল ওহাবের বিচুলি গাদায় আগুনে ভস্মীভূত হয়।