গাংনীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : ৪ জন আহত

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তেরাইল গ্রামের খলিলুর রহমান গাংনী শহরের দিক থেকে মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। চোখতোলা নামক স্থানে পৌঁছুলে করমদি গ্রামের মোস্তফা কামালের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। একটি আলগামনকে সাইড দিতে গিয়ে এ সংঘর্ষ ঘটে বলে জানিয়েছেন আহতরা। এতে গুরুতর আহত হন দু মোটরসাইকেল আরোহী করমদি গ্রামের ইন্তাদুল ইসলাম (৩০) ও তেরাইল গ্রামের মিজানুর রহমান (৩২)। স্থানীয় লোকজন তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহতদের মধ্যে তেরাইল গ্রামের গরুব্যবসায়ী খলিলুর রহমানকে (৪০) গাংনী হাসপাতাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের গাংনী ও মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।