মাথাভাঙ্গা অনলাইন: গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শহরের জাসদ অফিসের সামনে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, রেল লাইন দিয়ে রাত সাড়ে আটটায় ওই যুবক মেসে ফিরছিল। পথে সন্ত্রসীরা ছুরিকাঘাত করে তার মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গাইবান্ধা হসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের পরিচয় পাওয়া যায়নি।