গাংনীর ভাটপাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে ভাটপাড়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ভাটপাড়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ভাটপাড়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার বিকেলে ফাইনালে ৫ উইকেটে চিৎলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে চিৎলা ক্রিকেট একাদশ নির্ধারিত ১৬ ওভারে ১০ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৯৯ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৪ রান সংগ্রহ করেন সেলিম।

জবাবে ব্যাট হাতে ৫ ওভার ৪ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের কিনারার পৌঁছে যায় ভাটপাড়া ক্রিকেট একাদশ। অধিনায়ক আদিল করেন সর্বোচ্চ ৫৩ রান। তিনি ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ এবং পুরো টুর্নামেন্ট জুড়ে সেরা নৈপূণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন। বিশিষ্ট সমাজসেবক হাজি ইমরান হোসেন বিজয়ী ও রানারআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। একই সাথে বিজয়ী দলকে ৩ হাজার ও রানারআপ দলকে ২ হাজার টাকা পুরস্কার দেয়া হয়। ভাটপাড়া নীলকুঠিমাঠে ভাটপাড়া যুব ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।