মেহেরপুর রাইপুর প্রিমিয়ার লিগে স্বাগতিকরা জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর রাইপুর জাগরণীচক্রের উদ্যোগে রাইপুর মাঠে অনুষ্ঠিত রাইপুর প্রিমিয়ার লিগের খেলায় স্বাগতিকরা ৫ উইকেটে জয়লাভ করেছে। গতকাল শনিবার অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সদর উপজেলার দফরপুর একাদশ ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬২ রান সংগ্রহ করে। রাইপুর জাগরণী চক্রের শামীম ৩টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে রাইপুর জাগরণী চক্র ১১ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে মাসুদ সর্বোচ্চ ১৭ রান করে।