দর্শনা অফিস: জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার ছাপাখানা সিলগালা ও বার্তা সম্পাদকসহ সাংবাদিকদের গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে প্রেসক্লাব দর্শনার সাংবাদিকরা। গতকাল শুক্রবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত জরুরিসভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সহসভাপতি ইয়াছির আরাফাত মিলন, যুগ্মসম্পাদক চঞ্চল মেহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম ওসমান, কোষাধ্যক্ষ হানিফ মন্ডল, সাহিত্য প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক রাজিব মল্লিক, আজিম উদ্দিন, কামরুজ্জামান যুদ্ধ, সাবেক সভাপতি মনিরুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক হারুন রাজু, মনিরুজ্জামান সুমন, আহসান হাবীব মামুন, জাহিদুল ইসলাম, এফএ আলমগীর, সাব্বির আলীম, মনজুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান কচি, তারিক জামান প্রমুখ।