আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ভাংবাড়িয়া স্কুলপাড়ার বীর মুক্তিযোদ্ধা আত্তাব উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। গত পরশু বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে স্ত্রী, একছেলে, তিনমেয়ে, নাতি-নাতনিসহ, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার বেলা ১১টায় গার্ড অব অর্নার শেষে নিজ গ্রাম আলমডাঙ্গার ভাংবাড়িয়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ও থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের উপস্থিতিতে পুলিশের চৌকসদল গার্ড অব অর্নার প্রদান করে। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাওসার আহমেদ বাবলু, আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, বীর মুক্তিযোদ্ধা ওহিম উদ্দিন, ওয়াজেদ আলী, আব্দুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টুসহ সর্বস্তরের সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।