হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডু সরকারি লালন শাহ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শাসুল আলম সোনা (৬০) গুরুতর অসুস্থ হয়ে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল পৌনে সাতটায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি……………..রাজেউন)। সকালে ঢাকায় প্রথম দফা জানাজা ও সন্ধ্যার পূর্বে হরিণাকুণ্ডু প্রিয়নাথ হাইস্কুল মাঠে ২য় জানাজা এবং বাদ মাগরিব বলরামপুর দারুস সুন্নাহ দাখিল মাদরাসা মাঠে সর্বশেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়। জানাজায় মরহুমের দীর্ঘ কর্মজীবনের সহকর্মী, ছাত্র-শিক্ষক, স্বজন, শুভানুধ্যায়ীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।