গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া রুহল আমিন স্মৃতি ক্রিকেটে চেংগাড়া মধ্যপাড়া মুক্তি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে লুৎফুন্নেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত ফাইনালে চেংগাড়া বিশ্বাসপাড়া যুব ক্লাবকে ৭৮ রানে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭২ রান সংগ্রহ করে মধ্যপাড়া মুক্তি ক্লাব। দলের পক্ষে আলম সংগ্রহ করেন সর্বোচ্চ ৬১ রান।
জবাবে ব্যাট করতে নেমে ১২.৫ ওভারে ৯৪ রানে শেষ হয় বিশ্বাসপাড়া যুব ক্লাবের ইনিংস। ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী দলের আলম হোসেন ও ম্যান অব দ্য সিরিজ হয়েছেন শিমুল হোসেন। বিজয়ী ও রানারআপ দলকে ট্রফি এবং প্রাইজমানি দেয়া হয়। পুরস্কার তুলে দেন ইউপি সদস্য ইদ্রিস আলী। আম্পায়ারের দায়িত্ব পালন হামিদুল ইসলাম ও রেজানুর রহমান লিটু এবং খেলার ধারা বিবরণী করেন সেলিম রেজা।