মাথাভাঙ্গা মনিটর: পেটের ভেতর লুকিয়ে হেরোইন বহন করার অপরাধে গত মঙ্গলবার সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় ও দাম্মামের কাতিফ শহরে দু পাকিস্তান নাগরিকের শিরশ্ছেদ করেছে সৌদি কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছেন। শিরশ্ছেদকৃতরা হলেন- আবরার হোসেন নাজির ও জাহিদ খান বারাকাত। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার হিসেব মতে, ২০১৩ সালে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৭৮ জনের শিরশ্ছেদ করা হয়েছে। ২০১২ সালে যার সংখ্যা ছিলো ৭৬ জন। অবশ্যই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে এর সংখ্যা ছিলো ৭৯ জন। উল্লেখ্য, সৌদি আরবে ফৌজদারি অপরাধসহ সকল অপরাধের বিচার ইসলামী শরিয়াহ মোতাবেক করা হয়।