মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের গৌরিনগরে রাফিউল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এ খেলায় দারিয়াপুর হেরড ক্লাবকে ৪২ রানে পরাজিত করে। শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব টসজিতে নির্ধারিত ১৬ ওভারে ৫ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে।
জবাবে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ৭৭ রানে গুটিয়ে যায় হেরড ক্লাবের ইনিংস। বিজয়ী দলের বাপ্পি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। সে ব্যাট হাতে ৩০ রান ও বল হাতে ৩ উইকেট নেয়।