গাংনী প্রতিনিধি: বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ঐক্য পরিষদ। দাবি আদায়ে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বুধবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় পরিষদের সদস্যবৃন্দ মতবিনিময় সভা করেছেন। হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পলাশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম, সহকারী শিক্ষক সাদ আহম্মেদ মানিক, ফয়সাল আহম্মেদ, মোস্তাফিজুর রহমান, আবু আব্দল্লাহ মিলন, হাফিজুর রহমান প্রমুখ।
বেতন বৈষম্য দূরীকরণে গাংনীতে সহকারী শিক্ষক ঐক্য পরিষদের মতবিনিময়
