জীবননগর উথলীর শান্তি কুমার প্রামাণিক আর নেই

 

আন্দুল বাড়িয়া প্রতিনিধি: জীবননগর উথলী ইউনিয়নের দেহাটি গ্রামের শান্তি কুমার প্রামাণিক আর নেই। তিনি গত মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে শীতজনিত রোগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ছেড়ে পরলোক গমন করেন। গতকাল বুধবার বেলা ১২টার দিকে আন্দুলবাড়িয়ার কর্চ্চাডাঙ্গা মহাশ্মশানে তার দেহ সৎকার করা হয়। পরিবারের সদস্যরা জানান, ২০১০ সালে ১৩৪ জন মুক্তিযোদ্ধা অর্ন্তভুক্ত তালিকায় ৮৪ নম্বরে তার নাম ছিলো। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু ছেলে নাতি-নাতিনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।