মাথাভাঙ্গা অনলাইন : কুমিল্লা সদরের রাজাপুর ও রসুলপুরের মধ্যবর্তী স্থানে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামগামী এ মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
কুমিল্লা রেলস্টেশন মাস্টার আবুল হোসেন জানান, মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।