মাথাভাঙ্গা মনিটর: চীনের পূর্বাঞ্চলে এক জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। গত মঙ্গলবার উপকূলবর্তী সমৃদ্ধ প্রদেশ ঝেজিয়াংয়ে ওয়েনলিংয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে সিনহুয়া। ঘটনাস্থল থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের কর্মক্ষেত্রের নিরাপত্তা রেকর্ড ভালো নয়। ২০১৩ সালের জুনে উত্তরপূর্বাঞ্চলীয় এলাকার একটি পোল্ট্রি প্রক্রিয়াজাত কারখানায় আগুন লেগে ১২০ জন নিহত হয়েছিলো।