মাথাভাঙ্গা মনিটর: ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবার এক বিদেশি নারী ধর্ষণের শিকার হয়েছে। হোটেলে ফেরার পথ হারিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় পাহাড়গঞ্জ এলাকায় একদল মানুষের পাল্লায় পড়ে গণধর্ষণের শিকার হন ৫১ বছর বয়সী ওই ড্যানিশ পর্যটক। অস্ত্রের মুখে তাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ। দিল্লি পুলিশের মুখপাত্র রজন ভাগত জানান, মঙ্গলবার রাতে ওই নারী পথ হারিয়ে ফেলার পর দুজন মানুষের কাছে হোটেলের ঠিকানা জানতে চান। এ সময় ৫/৬ জন এসে তার কাছে থাকা সব জিনিসপত্র কেড়ে নেয় এবং তাকে ধর্ষণ করে। পরে ওই নারী হোটেলে ফিরে বিষয়টি হোটেল ম্যানেজারকে জানালে তিনি পুলিশে খবর দেন। এখন ঘটনাটির তদন্ত চলছে বলে জানান ভাগত। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ডেনমার্কের ওই নারী কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন। ঘটনার পর তিনি এরই মধ্যে দেশে ফিরে গেছেন। এর আগেও ভারতে বিদেশি নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। গত মার্চে মধ্যপ্রদেশে এক সুইস নারী ধর্ষণের শিকার হয়।