স্টাফ রিপোর্টার: ব্যাগে ভরে পেট্রোল বোমা সাদৃশ্য দুটি বস্তু দিয়ে সটকে পড়েছে অজ্ঞাত পরিচয়ের এক যুবক। গতরাতে সদর হাসপাতালের অদূরবর্তী থানা কাউন্সিলপাড়ার আশাদুজ্জামান আশার প্রথম স্ত্রীর বাড়িতে বোমা দুটি একটি প্যাকেটে মুড়িয়ে ব্যাগে ভরে দিয়ে যুবক সটকে পড়ে। পরে ওষুধ ব্যবসায়ী আশা পুলিশে খবর দেন। সদর থানা পুলিশ রাতেই তা উদ্ধার করে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অদূরেই রয়েছে আশাদুজ্জামান আশার ফার্মেসি। তার প্রথম স্ত্রী পাবু আক্তার হাসপাতালের স্টাফ নার্স। গতকাল সন্ধ্যার পর স্টাফ নার্স পাবু আক্তারের বাড়িতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক প্রবেশ করে ব্যাগটি দিয়ে বলে, আশাভাই পাঠালো। প্রথমে পাবু আক্তার তা নিতে অস্বীকৃতি জানালেও কৌশলে রেখে যুবক সটকে পড়ে। পরে তা খুলে পাবু আক্তার চমকে ওঠেন। তিনি তার স্বামীকে জানান। স্বামী আশা পুলিশে খবর দেন। পুলিশ বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে।