খবর:(ডিজেলে ভেজাল মেশানোর অভিযোগে আলমডাঙ্গায় তেলব্যবসায়ীর জরিমানা)
তেল বেচে সে গাড়ির মালিক
বিরাট বিশাল বাড়ির মালিক
টাকা কাড়ি কাড়ির মালিক
কিন্তু ভেজাল তেল;
সকাল বিকেল ধান্দা করে
ভুড়ি বেজায় নান্দা করে
নাটক নাটক কান্দা করে
দেখায় মজার খেল;
পাউয়ারপার্টির ভাব দেখিয়ে
ক্রেতার মেলা লাভ দেখিয়ে
মোটা মোটা ডাব দেখিয়ে
মাথায় ভাঙে বেল!
-আহাদ আলী মোল্লা