স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা জজ আদালতের বিপরীতে পুরাতন জেলা কারাগারের পরিত্যক্ত বাথরুমের ছাদ থেকে পুলিশ আটটি পেট্রোল বোমা উদ্ধার করেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টায় সদর থানা পুলিশ বোমাগুলো উদ্ধার করে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, পুলিশ সুপারের কাছ থেকে খবর পেয়ে বোমাগুলো উদ্ধার করা হয়। তিনি জানান, বোমাগুলো দুর্বৃত্তরা নাশকতা সৃষ্টির জন্য জড় করে রেখেছিলো। এদিকে অপর একটি সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যানুযায়ী বোমাগুলো উদ্ধার করা হয়েছে।