জেএসসির পর এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে স্বীকৃত পেলো আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়


আমঝুপি প্রতিনিধি: ইতিহাস আর ঐতিহ্য ভরা র্দীঘদিনের একটি পরিচিত মুখ আমঝুপি। মেহেরপুর জেলা শহর থেকে ৬ কিলোমিটার পূর্ব দিকে কাজলা নদীর কোল ঘেষে আমঝুপি গ্রামের অবস্থান। এখানে এলাকার বিদ্যানুরাগীদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬৪ সালে গড়ে ওঠে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়টিতে রয়েছে আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা। সীমানা পাঁচিল দিয়ে সবদিক ঘেরা। বিদ্যালয়ের আঙিনায় আছে বিভিন্ন ফল ও ফুলের বাগান। আশপাশের বিদ্যালয়গুলোর দিক থেকে লেখাপড়া ও খেলাধুলায় আছে অনেক এগিয়ে। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. মামুল ইসলাম মুকুল জানান, বর্তমানে ৬৩০ জন ছাত্র-ছাত্রী এ বিদ্যালয়ে পড়ালেখা করছে এবং ১৬ জন শিক্ষক বিভিন্ন পদে অধিষ্ঠ আছেন। ইতোমধ্যে ২০১৩ সালে এ বিদ্যালয়ে জেএসসি ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র হিসেবে স্বীকৃত পেয়ে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুহাম্মদ আবু দাউদ সাক্ষরিত চিঠিতে জানানো হয়, চলতি বছরের এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে আমঝুপি মাধ্যমিক বিদ্যালকে কেন্দ্র হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো।