ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কয়রাডাঙ্গা কেডিসি ক্লাব আয়োজিত ৩২ দলের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খেলায় ঝোড়াঘাটা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল দুপুর ২টায় চুয়াডাঙ্গার ঝোড়াঘাটা একাদশ ও আলমডাঙ্গার গাংনী একাদশের মধ্যে কয়রাডাঙ্গা কেডিসি ক্লাব মাঠে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টসজিতে প্রথমে ঝোড়াঘাটা একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে।
জবাবে গাংনী একাদশ ১৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে। খেলায় ঝোড়াঘাটা একাদশের অধিনায়ক ছিলেন ইমরান হোসেন ও সহকারী অধিনায়ক ছিলেন নূহু এবং গাংনী একাদশের অধিনায়ক জাকির হোসেন ও সহকারী অধিনায়ক ছিলো মিলন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় আশরাফুল ইসলাম ও ম্যান অব দ্য সিরিজ হয় রতন আলী, আম্পায়ারের দায়িত্ব পালন করেন রোকন আলী ও আশরাফুল ইসলাম। পরে আলোচনা ও পুরস্কার বিতরণী পর্বে ক্রীড়ানুরাগী ও তরুণ সমাজসেবক আব্দুস সালাম বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা চিৎলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মহাসিন রেজা, জেলা যুবলীগ নেতা তহিদুল ইসলাম ফকা, জাকারিয়া হোসেন, আব্দুল মান্নান টুটুল, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমবায় সম্পাদক আমির হোসেন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দিপু, জহুরুল ইসলাম, আব্দুর রশিদ, সাবেক ফুটবলার মহর আলী খেলার মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। আরও উপস্থিত সাইফুল ইসলাম, মিলন হোসেন, হাফিজুল ইসলাম পুটু, আতিয়ার রহমান, তহিদুল ইসলাম, সামসুর হক, ওহিদুল হক, ওমর আলী, সেলিম, আলিম, মমিন, টিটু, ইনামুল, সেলুন প্রমুখ।