স্টাফ রিপোর্টার: ২৯ জানুয়ারি দশম সংসদের প্রথম অধিবেশনের দিন সারাদেশে হরতাল কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। গতকাল সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইসলামিক পার্টির চেয়ারম্যান আব্দুল মবিন বৈঠক শেষে ১৮ দলীয় জোটের এ সিদ্ধান্তের কথা জানান। আগামী বুধবার বিএনপি চেয়ারপারসন জোট নেত্রী খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করবেন। পাশাপাশি ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে জোটের পর্যবেক্ষণ তুলে ধরবেন। প্রায় দু মাস পর সোমবার ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। পাশাপাশি ভবিষ্যত করণীয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে এলডিপি সভাপতি অলি আহমদ সাংবাদিকদের জানান, আন্দোলনের ভুল-ত্রুটি, সমস্যা ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকসূত্রে জানা গেছে, ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন এবং বিশ্ব ইজতেমার জন্য আপাতত কঠোর কর্মসূচি থাকছে না। তবে শিগগিরই খালেদা জিয়া দেশের বিভিন্ন এলাকা সফরে যাবেন কর্মীদের মনোবল চাঙ্গা করে সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে।