গাংনীর তেরাইল গ্রামে ডাকাতি

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার তেরাইল গ্রামে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। গতরাত ১টার দিকে একদল ডাকাত হানা দিয়ে আব্দুল কুদ্দুসের বাড়ি থেকে নগদ টাকা, সোনার গয়নাসহ দু লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, তেরাইল প্রাথমিক বিদ্যালয়পাড়ার আব্দুল কুদ্দুসের বাড়িতে ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল হানা দেয়। অস্ত্র ও বোমা দেখিয়ে বাড়ির লোকজনকে জিম্মি করে। এ সময় নগদ অর্ধ লক্ষাধিক টাকা, সোনার গয়না ও কয়েকটি মোবাইল সেট লুটে নেয়। আব্দুল কুদ্দুসের দু ছেলে ছানাউল্লাহ ও সাইফুল ইসলাম প্রবাসী। তাই নগদ টাকা ও মূল্যবান মালামালের আশায় ডাকাতদল হানা দিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। খবর পেয়ে গাংনী থানার এসআই আনোয়ার হোসেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয় দুর্বৃত্তরা ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, তেরাইল গ্রামের মানুষের ভাষায় তারা কথা বলছিলো। তাদের বষয় বিশ বছরের কম-বেশি। প্রতিবেশী কিংবা গ্রামের কোনো লোকজন মনে করে বাড়ির লোকজন দরজা খুলে দেয়। এ সুযোগ কাজে লাগিয়ে তারা ডাকাতি করেছে বলে জানান তিনি। তবে ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন এসআই আনোয়ার হোসেন।