স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের উদ্যোগে দলকে সু সংগঠিত করার লক্ষ্যে এক সভা গতকাল বুধবার সন্ধ্যার পর অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আলী আহাম্মেদ।
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ ও সাধারণ সম্পাদক নাইম পারভেজ সজল স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংগঠনকে সু সংগঠিত করার লক্ষ্যে এক সভা চুয়াডাঙ্গার মোহাম্মদী শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক হাবিবুর রহমান লাভলু, যুবক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আফজাল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউদ্দীন বিশ্বাস, আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আলী মর্তুজা খান কচি, ওয়ার্ড সভাপতি মীর সোহরাব, ওয়ার্ড সাধারণ সম্পাদক ইসহাজ আলী বিশ্বাস, জেলা শ্রমিক লীগের শ্রমিক কল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন প্রমুখ।
এ ছাড়াও প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, সাবেক দফতর সম্পাদক মতিয়ার রহমান মতি, সবেক কলেজ ছাত্রলীগের সভাপতি বিপ্লব, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মোমিনুল হাসান, যুগ্মসাধারণ সম্পাদক মাফি প্রমুখ। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সু সংগঠিত করার লক্ষ্যে কাজ করার তাগিদ দেন।