হাসপাতালের সারা গায়েই রোগ
তাই মানুষের এতোটা দুর্ভোগ
নিজেই রোগী রোগ সারাবে কে
পারলে ওকে ওষুধপাতি দে।
দেয়াল ধসে সদায় পানি ঝরে
ময়লা-মাটি কেবল সারা ঘরে
গন্ধ শুঁকে জমে মশা-মাছি
এর ভেতরেই হাসপাতালে আছি।
কর্তা বাবু এসব শোনেন কানে
নাক ধরিয়া দেখেন বামে-ডানে
কী বিচ্ছিরি হাসপাতালের রূপ
দেখেও সবাই এক্কেবারে চুপ।
-আহাদ আলী মোল্লা