গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী পুলিশ ক্যাম্পের সামনে থেকে ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী একটি ইজিবাইক তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার করেন বামন্দী পুলিশ ক্যম্প ইনচার্জ এসআই সামসুল আলমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। এসআই সামসুল আলম জানিয়েছেন, বামন্দী-তেঁতুলবাড়িয়া সড়ক দিয়ে একটি ইজি বাইকযোগে বামন্দীতে ফেনসিডিল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের সামনের সড়কে অবস্থান নেয় পুলিশ। ইজি বাইকের মধ্যে একটি ব্যাগ থেকে ফেনসিডিল উদ্ধার করলেও মাদকব্যবসায়ী কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছেন তিনি।