স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সিনেমাহলপাড়ার আয়লা খাতুন আর নেই। তিনি গতপরশু রাত ৩টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। আয়লা খাতুন ছিলেন সাবেক পৌর কমিশনার মুন্সি টিপু সুলতান পান্নার স্ত্রী এবং সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস বাকির মা।
গতকাল বুধবার বাদ জোহর জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে নামাজে জানাজা শেষে দাফনকাজ সম্পন্ন করা হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনসহ অসংখ্য মসুল্লি নামাজে জানাজায় শরিক হন। মরহুমা মৃত্যুকালে স্বামী, ৪ সন্তানসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।