দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে গাঁজা ও মোটরসাইকেলসহ দামুড়হুদার জয়রামপুরের মানিক নামের এক যুবককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গতকাল শনিবার দুপুর দুটার দিকে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের রামনগর-পরানপুর সড়কের ঘড়াভাঙ্গা ব্রিজের নিকট। পুলিশ ব্রিজের ওপর থেকে গ্রেফতার করে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কলোনিপাড়ার মান্দার শেখের ছেলে মানিককে (৩০)। পুলিশ বলেছে, মানিকের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও তার ব্যবহৃত কালো রঙের একশ সিসি নম্বর বিহীন ডায়াং মোটরসাইকেল উদ্ধার করো হয়েছে। মানিককে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই হাদিউজ্জামান বাদী হয়ে গতকালই মানিকের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।