মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে এক প্রতিবন্ধী যুবককে কুপিয়েছে ওই গ্রামের এক প্রভাবশালী পরিবারের লোকজন। জখম প্রতিবন্ধী যুবককে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালের দিকে। এ ঘটনায় মুজিবনগর থানা পুলিশে অভিযোগ দেয়া হয়েছে। এলাকায় নিন্দার ঝড় বইছে
এলাকাবাসী জানায়, মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আনন্দ (৩০) একজন বাক প্রতিবন্ধী। সে ওই এলাকার ডিসব্যবসায়ী দবির আলীর অফিসের সামান্য বেতনের কর্মচারী। ঘটনার দিন ডিসের বিল চাওয়াকে কেন্দ্র করে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মুনছুর আলীর ছেলে আব্দুর রহমান একটা চড় মারে ডিসব্যবসায়ী দবির আলীর কর্মচারীরা। ওই ঘটনায় আব্দুর রহমান তার ভগ্নিপতি মহাজনপুর গ্রামের আতার ছেলে ফটিককে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ফটিক তার চাচাতো ভাই আব্দুস ছাত্তারের ছেলে শহিদুলসহ লোকজনদের সাথে নিয়ে হেঁসো হাতে ডিসের অফিসে ছুটে যায়। ওই সময় তারা প্রতিবন্ধী আনন্দকে পেয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এলাকাবাসী প্রতিবন্ধী আনন্দকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে। এদিকে ওই ঘটনা মুজিবনগর থানা পুলিশে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ বৃহস্পতিবার আদালতে মামলা হতে পারে।