স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে অতি কষ্টে জিতেছে বিজেএমসি। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-১ গোলে ফেনী সকার ক্লাবকে হারিয়েছে। প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি বিজয়ী দল। তবে বিরতির পর গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে নাইজেরীয় মিডফিল্ডার উচে ফেলিক্সের থ্রু ধরে, দু ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সে ঢুকে প্লেসিং শটে বিজেএমসিকে এগিয়ে দেন স্ট্রাইকার আমিনুর রহমান সজীব (১-০)। ৬৭ মিনিটে ডিফেন্ডার শাকিল আহমেদের ক্রস ধরে বক্সে ঢুকে আড়াআড়ি শটে ব্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স (২-০)। দু গোলে পিছিয়ে পড়া সকার ক্লাব কয়েকটি সুযোগ নষ্ট করার পর ৮৬ মিনিটে গোলের দেখা পায়। ডিফেন্ডার আকরামুজ্জামান লিটনের ক্রস থেকে চমৎকার হেডে ব্যবধান কমান বেনিনের স্ট্রাইকার ওয়াসিও ওলালেকান (২-১)। ইনজুরি সময়ে সমতা ফেরানোর সম্ভাবনাও জাগিয়েছিলো ফেনীর দলটি। কিন্তু কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়া ওলালেকানের শট পোস্টের বাইরে চলে গেলে রক্ষা পায় গতবারের লিগে চতুর্থ হওয়া বিজেএমসি।