মুজিবনগর বাগোয়ান ইউনিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচি
মুজিবনগর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানে ঐতিহাসিক মুজিবনগর সদর বাগোয়ান ইউনিয়ান পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল শনিবার সকালে অত্র ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধনী করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই, ইউপি সদস্য আনারুল ইসলাম, সোহরাব হোসেন, জাকির হোসেন, সচিব হায়দার আলী প্রমুখ।
মেহেরপুর চাঁদবিলে প্রতিবন্ধিতা প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত
আমঝুপি প্রতিনিধি: ইম্প্যাক্ট ফাউন্ডেশন জীবন মেলা হেলথ সেন্টার, চাঁদবিলে প্রতিবন্ধিতা প্রতিরোধ দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার অনুষ্ঠিত হয় কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীবন মেলা হেলথ সেন্টারের প্রশাসক ডা. শাফিউল কবীর, প্রশিক্ষক ছিলেন উপজেলা সমন্বয়কারী সোহেল আহাম্মেদ। কর্মশালার প্রতিবন্ধিতা রোধের উপায়, চিকিৎসা সামাজিক অবস্থানসহ প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে বিশাল আলোচনা করা হয়। মেহেরপুর জেলার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের ৩০জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করে।
মেহেরপুর রাজনগরে তালা ভেঙে কাপড়ের দোকানে চুরি
আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের রাজনগর গ্রামের শেখপাড়ায় এক কাপড়ের দোকানে তালা ভেঙে প্রায় লক্ষাধিক টাকার কাপড় চুরি হয়ে যায়। গত শুত্রুবার গভীররাতে এ ঘটনা ঘটে।
এলাকাসূত্রে জানা গেছে, রাজনগর গ্রামের মৃত নয়মদ্দিনের ছেলে রহিত আলীর কাপড়ের দোকানের তালা ভেঙে চোরেরা রাতে দোকানের রক্ষিত সকল ছিটকাপড়, লুঙ্গী, শাড়িসহ নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
মেহেরপুরের আমঝুপিতে জিও/এনজিও সমন্বয়ে আলোচনাসভা
আমঝুপি প্রতিনিধি: গতকাল শনিবার মেহেরপুর আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র মউক’র হলরুমে মউক’র আয়োজনে ইউসেপ বাংলাদেশের সহযোগিতায় জিও/এনজিও প্রতিনিধি ও চাইল্ড অ্যান্ড ওমেন রাইটস অ্যাডভোকেসি প্রোগ্রামের শিশু ও নারীদলের প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মানবাধিকারকর্মী সাংবাদিক সাদ আহাম্মেদ। বক্তব্য রাখেন শিশুদলের প্রতিনিধি সবুজ আহমেদ, নারীদলের প্রতিনিধি ডলি খাতুন্ও রূপালী খাতুন, রেজাউল হক রাজু, জালাল উদ্দীন ও নাসেদা আক্তার উর্মি। সভাটি পরিচালনা করেন প্রকল্প অ্যাডভোকেসি অফিসার নাসিরা আখতার।