মাথাভাঙ্গা মনিটর: আল-কায়েদার সাথে যুক্ত জিহাদি গ্রুপ আবদুল্লাহ আজ্জাম ব্রিগেডসের প্রধান সৌদি নাগরিক মাজিদ আল-মাজিদকে গ্রেফতার করার কথা জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ। এ গ্রুপটি গত নভেম্বরে ইরানের দূতাবাসে আত্মঘাতী হামলা চালিয়েছিলো বলে দাবি করে। লেবাননের প্রতিরক্ষামন্ত্রী ফায়েজ ঘোসন একটি বার্তা সংস্থাকে বলেন, আল-কায়েদার সাথে যুক্ত জিহাদি গ্রুপ আবদুল্লাহ আজ্জাম ব্রিগেডসের সৌদি আমির মাজিদ আল-মাজিদকে লেবাননের সেনা গোয়েন্দা সংস্থা ধরে নিয়ে গেছে। ঘোসন এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিতে অস্বীকৃতি জানালেও অন্য সূত্রগুলো মাজিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য, ইরানের দূতাবাসে ওই আত্মঘাতী হামলায় দেশটির সাংস্কৃতিক অ্যাটাশেসহ ২৩ জন নিহত হয়েছিলো।