স্টাফ রিপোর্টার: মাথাভাঙগা ডেস্ক: আর মাত্র একদিন পরই ভোট। গতকাল ছিলো প্রচার প্রচারণার চূড়ান্ত দিন। এদিনে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নৌকা প্রতীকের পক্ষে জোরালো প্রচার। প্রাথী ছেলুন জোয়ার্দ্দার যেমন লাগাতার গণসংযোগ করেছেন, তেমনই তিনি দলীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে নৌকা প্রতীক ভোট দেয়ার আহ্বান জানয়েছেন। গতকাল চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংঠনসমূতের সম্মিলিত আয়োজনে বিশাল মিছিল বের করা হয়। সন্ধ্যার পর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা শহরে নৌকা প্রতীকের মিছিলটি ভোটারদের মধ্যে সাড়া জাগিয়েছে বটে।
চুয়াডাঙ্গা রেলপাড়া ও মসজিদপাড়ার ছাত্রলীগ ও যুবলীগের কর্মীসভায় শেষ মুহুর্তের প্রচার-প্রচারণায় বক্তব্য রাখলেন এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ গোলাম মোস্তফা মাস্তারের সভাপতিত্বে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বক্তব্য রাখেন। তিনি বলেন- ৭১’র পরাশক্তিকে রুখতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করি। কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মিল্টন জোয়ার্দ্দার, মুক্তাজুর রহমান, হাফিজুর রহমান, ইদু মিয়া, সাইদুর রহমান ত্বোহা জোয়ার্দ্দার, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, রুবায়েত বিন আজাদ সুস্থির, সোহেল রানা, বিপুল শরীফ, রনি, খাইরুল, রাশেদ, রিমন, আশিক, রাশেদ প্রমুখ। সভাটি পরিচালনা করেন বিপুল শরীফ।