টিপ্পনী

খবর: (মেহেরপুর মউকের হিসাবরক্ষক সাদের আলী ৪ লাখ টাকা আত্মসাৎ করে উধাও)

 

পয়সা কড়ি খাওয়া হলো

যখন ফেরত চাওয়া হলো

অমনি হঠাত রাতারাতি-

সাদের আলী হাওয়া হলো।

 

লোকের নামে ঋণ দেখিয়ে

পয়সা নিলেন পকেটে,

আত্মসাৎ আর কাকে বলে

করে নিলেন ছক এটে।

 

সাদের কি আর খোকা ছেলে

কাজ-কামে একরোখা ছেলে

তার যে এখন দেখা নেই,

তার সাথে কয় রাঘব আছে

সাদের মোটেও একা নেই!

 

-আহাদ আলী মোল্লা