নির্বাচনী প্রচারণা বন্ধ হচ্ছে শুক্রবার সকালে

স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল শুক্রবার সকাল আটটা থেকেই বন্ধ হচ্ছে সকল নির্বাচনী প্রচার-প্রচারণা। ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতিই শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালট পেপারসহ মালামাল নিরাপদে জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। ভোটের সার্বিক প্রস্তুতি জানাতে আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছে পুরো কমিশন। বিরোধী জোটের প্রতিরোধের মুখে সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে সতর্ক অবস্থায় রাখা হয়েছে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, শুক্রবার সকাল আটটার পরে আর নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো যাবে না।

Leave a comment