স্টাফ রিপোর্টার: ফেসবুক ব্যবহারকারী ১২ জনের বিষয়ে তথ্য চেয়ে বাংলাদেশ সরকারের আবেদন নাকচ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে কেন নাকচ করা হলো সে বিষযে কোনো ব্যাখ্যা দেয়নি তারা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ফেসবুক ব্যবহারীদের সম্পর্কে তথ্য চেয়ে চলতি বছর মোট ৭৪টি দেশের সরকার ৩৮ হাজার অনুরোধ জানায়। সবচেয়ে বেশি অনুরোধ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সরকারও ফেসবুক কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছে। বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে পাওয়া এ ধরনের অনুরোধ নিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকার কাদের সম্পর্কে তথ্য চেয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি গ্লোবাল গভার্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট শীর্ষক ওই প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র, ভারত জার্মানিসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে ফেসবুক ব্যবহারকারীর তথ্য চেয়ে করা অনুরোধ ৮০ শতাংশ ক্ষেত্রে পূরণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মী এডোয়ার্ড স্নোডেন ফেসবুক, গুগলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যের ওপর সরকারের গভীর নজরদারির বিষয়টি ফাঁস করে দেয়ার পর প্রথমবারের মতো এ প্রতিবেদন প্রকাশ করলো ফেসবুক। সারাবিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১শ কোটিরও বেশি।
ফেসবুক কর্তৃপক্ষে বলছে, তারা বিভিন্ন সরকারের কাছ থেকে তথ্য চেয়ে করা প্রতিটি অনুরোধ আলাদাভাবে পরীক্ষা করে দেখেছে এবং তথ্য প্রকাশের ক্ষেত্রে দেশগুলোর আইনি বাধ্যবাধকতার বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নিয়েছে।