টিপ্পনী

খবর:(গাংনীর ভুয়া চক্ষু বিশেষজ্ঞের ৪০ হাজার টাকা জরিমানা)

 

টাকা কামাও ভণ্ডামি আর কোরো না

আড়ি পেতে চক্ষু রোগী ধোরো না

হারাম টাকা নিয়ে পকেট ভোরো না

আদালতের সামনে গিয়ে মোরো না।

 

ভুয়ার কাছে মেলা রোগী পটে গেলো

অনেক মানুষ ওনার ওপর চটে গেলো

চারিদিকে ভুয়া সোহরাব রটে গেলো

হঠাত সেদিন কী ঘটনা ঘটে গেলো।

 

আদালতের সামনে সেদিন হাঁড়ি ভাঙে

শরম লেগে ওনার নাকি ঘাড়ি ভাঙে

রেগে গিয়ে নিজেই নিজের বাড়ি ভাঙে

চাটি মেরে দাঁতের মোটা মাড়ি ভাঙে!

 

-আহাদ আলী মোল্লা