মাথাভাঙ্গা অনলাইন: রাজধানীর কারওয়ানবাজার এলাকায় বিআরটিসি বাসের নিচে চাপা পড়ে স্যাটেলাইট টিভি চ্যানেল একুশে টিভির সম্প্রচার বিভাগের প্রকৌশলী কে এম আলিমুজ্জামান (৩৬) নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
পলাশ হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে জানান, রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস আলিমুজ্জামানকে চাপা দেয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।