মাথাভাঙ্গা অনলাইন: দিনাজপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই শিক্ষক নিহত ও অন্তত আরো ২০ বাসযাত্রী আহত হয়েছেন।
বুধবার সকাল ১১টার দিকে দিনাজপুর-দশমাইল সড়কের বাঁশেরহাট এলাকার সাতমাইলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ (৪৮) ও খানসামা পাকেরহাট ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক (৪২)।
আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
ঘটনার পর উত্তেজিত জনতা দুর্ঘটনাস্থলে স্প্রিড ব্রেকারের দাবিতে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তায় স্প্রিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে উত্তেজিত জনতা অবরোধ তুলে নেয় ও পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার সকাল ১১টার দিকে বীরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস দিনাজপুরে আসার পথে বাঁশেরহাটের সাতমাইলে পৌঁছালে মোড় ঘুরানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ২০ ফুট পানির নিচে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।