মাথাভাঙ্গা অনলাইন : কুষ্টিয়া: সৈয়দপুর থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে পাথর ছুড়েছে কয়েকজন যুবক। এতে ট্রেনের চালক শাহাদত হোসেন আহত হয়েছেন।
বুধবার বেলা সোয়া দুটার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা স্টেশন এলাকায় ট্রেনটি পৌঁছালে এ ঘটনা ঘটে। ফলে ওই রুটে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনটি বেলা একটার দিকে ছেড়ে আসে।
ট্রেনের সহকারী চালক হামিদুল ইসলাম জানান, শাহাদত হোসেনের মাথায় আঘাত লেগেছে। তার মাথা থেকে প্রচুর রক্ত ঝরছে। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালের দিকে নিয়ে আসা হচ্ছে।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করা হয়েছে।