আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হারদীর আকালীকে গাঁজাগাছসহ গ্রেফতার করা হয়েছে। ওসমানপুর ফাঁড়ি পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে গাঁজাগাছসহ গ্রেফতার করে।
জানা গেছে, হারদী থানাপাড়ার আমানতের ছেলে আকালী (৪০) বাড়ির পেছনে গোপনে গাঁজাচাষ করে। গতকাল ওসমানপুর ক্যাম্প ইনচার্জ হাবিলদার জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়ির পাশ থেকে একটি গাঁজাগাছ উদ্ধার করেন। পরে তাকে গ্রেফতার করা হয়।
ছবিঃ গাঁজাগাছসহ গ্রেফতারকৃত আকালী মন্ডল