জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা জামজামির স্কুলছাত্র কিশোর ইমরানকে (১৪) খুঁজে পাওয়া যাচ্ছে না। গত সোমবার আলমডাঙ্গায় বই কেনার কথা বলে ঘর ছেড়ে আর সে বাড়ি ফেরেনি। নিটকটাত্মীয়দের বাড়িতে খোঁজ নিয়ে তার কোনো খোঁজ মেলেনি। এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা পাগল প্রায়। আলমডাঙ্গা জামজামি বাজারস্থ ঝাউতলা ব্রিজমোড়েস্থ কৃষক মেহের আলীর স্কুল পড়ুয়া ছেলে কিশোর ইমরান গত সোমবার দুপুরে বই কিনবে বলে পিতার কাছ থেকে দুশ টাকা নিয়ে বাসযোগে আলমডাঙ্গার উদ্দেশে বের হয়। এখনও পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।