প্রভাবশালীর লম্বা হাতের
আঙুল অনেক মোটা হয়,
ওদের নামে বললে কিছু
বিলকুলই তা ঝোটা হয়।
এমপি সচিব মিনিস্টারও
মামা এবং খালু হয়,
ধরা-ছোঁয়ার বাইরে থাকে
কারণ ভীষণ চালু হয়।
নদীর বালি বেচে বেচে
নগদ নগদ টাকা হয়,
মামলা মোটে হয় না বাপু
আমলা-পুলিশ কাকা হয়!
-আহাদ আলী মোল্লা