২৪ ডিসেম্বর রাজধানীতে গণসমাবেশ করবে ১৪ দল

স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াত জোটের অব্যাহত সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ২৪ ডিসেম্বর গণসমাবেশ করবে ক্ষমতাসীন ১৪ দল। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মৃণাল কান্তি দাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে অব্যাহত নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস ও গণতান্ত্রিক আন্দোলনের ছদ্মাবরণে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে বাধগ্রস্ত করার ষড়যন্ত্র চালাচ্ছে ১৮ দলীয় জোট। এরই প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল এ প্রতিবাদী গণসমাবেশ করবে। ঢাকা মহানগর ও কেন্দ্রীয় ১৪ দলের নেতারা গণসমাবেশে বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ১৪ দলের নেতাকর্মী ছাড়াও ঢাকা মহানগরীর সর্বস্তরের জনগণকে গণসমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a comment