দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন আ.লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় চারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে বর্ধিতসভায় সভাপতিত্ব করেন নতিপোতা ইউনিয়ন আ.লীগের সভাপতি হামিদুল্লা বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক এসএম জাকারিয়া আলম, হাউলী ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হাজি শহীদুল ইসলাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আ.লীগ নেতা আব্দুল করিম, নতিপোতা ইউনিয়নের ২নং ওয়ার্ড সভাপতি আবু তালেব, আ.লীগ নেতা জুলফিকার আলী ভুট্টো, আ.লীগ নেতা ফাকের আলী ফাকের আলী, ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি নাসির উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে একযোগে কাজ করে নৌকা প্রতীককে জয়যুক্ত করে দেশকে এগিয়ে নেয়ার সুযোগ প্রদান করুন।